অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ এপ্রিল: জঙ্গলমহলের বেশিরভাগ মানুষই দিন আনে দিন খায়। বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা রাজ্য জুড়ে চলছে লকডাউন। এর জেরে অসহায় দরিদ্র মানুষের দৈনন্দিন জীবনে রুজি রোজগার বর্তমানে বন্ধ। তাই তাদের সাহায্য করলেন স্থানীয় ক্যাটারিং টিমের সদস্যরা।
শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের দুঃস্থ গরিব মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ছাতিনাশোলের মা তারিণী ক্যাটারিং টিমের সদস্যরা। এদিন গোপীবল্লভপুর ১নং ব্লকের গোপীবল্লভপুর ৫ নং অঞ্চলের ছাতিনাশোল, ফানিয়ামারা, গোপীনাথপুর, টিকাৎপুর পূর্ব-পশ্চিম ও পশ্চিম পড়াশিয়া গ্রামের ২৮৫ জন পরিবারের বাড়িতে কাঁচা সবজি পৌঁছে দেন গোপীবল্লভপুরের মা তারিনি ক্যাটারিংয়ের সদস্যরা।
এ বিষয়ে মা তারিনি ক্যাটারিংয়ের সদস্য দিব্যেন্দু গিরি বলেন, আমরা আমাদের সকল সদস্যরা মিলে ক্যাটারিংয়ের কিছু টাকা জমিয়েছিলাম। সেই জমানো টাকা দিয়ে আজকে সাধারণ মানুষের হাতে সবজি তুলে দিলাম। স্থানীয় ক্যাটারিং টিমের সদস্যদের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।