স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ২৭ জুন:
এসএসসি দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার ও কয়লা পাচার নানান ক্ষেত্রে দুর্নীতিতে নাম জরিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীদের। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নাম করে দুর্নীতির অভিযোগ আনেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এর পরই তা লক্ষ্য করতেই কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সোমবার নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে সূর্যকান্তের নামে মামলা দায়ের করলেন।
জানাগেছে, চলতি মাসের ৪ তারিখে সূর্যকান্ত মিশ্র তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেই পোস্ট নিয়েই বিতর্কের সৃষ্টি হয়। তিনি পোস্টে লেখেন, কয়েক বছরে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বাবুর ৪ গুন সম্পত্তি বেড়েছে। তার ২০১৬ সালের সম্পত্তি ছিল ২.১৮ কোটি যা ২০২১ সালে দাঁড়িয়েছে ৭.৩০ কোটি। ৫ বছরে তার সম্পত্তি বেড়েছে ২৩৪ শতাংশ। মাসে ৮ লাখ টাকা করে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি দাবি করেন যে, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস দুর্নীতির সাথে জড়িত। এই পোস্টকে ঘিরে রাজনৈতিক ময়দান সরগরম হয়ে ওঠে। আজ বেলায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সূর্যকান্ত মিশ্রের নামে জেলা আদালতে মামলা দায়ের করেন।
এই প্রসঙ্গে, “মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “আমি স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের বংশধর। আমি তিন বারের জন্য মানুষের রায়ে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলে চলেছি। আমার পরিরের লোকেরা দেশের জন্য প্রাণ দিয়েছে। দুর্নীতির সাথে আমি কোনো দিন যুক্ত ছিলাম না। আগামী দিনেও থাকবো না। সূর্যকান্ত বাবু আমার বিরুদ্ধে যে পোস্ট করেছে, আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার বিরুদ্ধে আমি আদালতে মামলা দায়ের করেছি।