বাঁকুড়ায় ক্যার্নিভ্যালের আয়োজন, আমন্ত্রণ নেই সাংসদ ও বিধায়কদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ অক্টোবর: সারা রাজ্যের সাথে বাঁকুড়াতেও আজ দুর্গাপুজোর বিসর্জনের ক্যার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। এই নিয়ে প্রস্তুতিও তুঙ্গে। ঘটা করে বিসর্জনের ক্যার্নিভ্যালের আয়োজন করা হলেও জেলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করা আমন্ত্রণ পাননি।যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

আজ সন্ধ্যার প্রাক মুহূর্তে শুরু হবে ক্যার্নিভ্যাল। সারা সতীঘাট এলাকা সাজিয়ে তোলা হয়েছে। মঞ্চ এবং ম্যারাপ তৈরী করা হয়েছে।সারা রাস্তা আলপনায় সাজিয়ে তোলা হয়েছে।সাজিয়ে তোলা হয়েছে আলোক সজ্জায়। জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, এবার ২৫টি পুজো কমিটি ক্যার্নিভ্যালে অংশ নিচ্ছে।

এদিকে ঘটা করে ক্যার্নিভ্যালের আয়োজন করা হলেও জেলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি জেলার দুই সাংসদ ডাঃ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ’কে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়াও জেলার সাত জন বিজেপি বিধায়ক রয়েছেন তারাও আমন্ত্রণ পাননি, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দুই সাংসদ এবং জেলার বারোটি বিধানসভা আসনের সাতজন বিজেপি বিধায়ক ডাক পাননি বলেই সমালোচনা শুরু হয়েছে। জেলার পুজোর ক্যার্নিভ্যাল অথচ জেলার জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন তারা। বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, এদের না আছে ভক্তি না আছে বিশ্বাস। তাই পিতৃপক্ষে পুজোর উদ্বোধন হয় আর বৃহস্পতিবার বিসর্জন, যা শাস্ত্র বিরোধী। হিন্দু মতে বৃস্পতিবার বাড়ির কুকুর বিড়ালকেও তাড়াতে নেই, আথচ মায়ের বিসর্জন হচ্ছে। ক্যার্নিভ্যালে আমন্ত্রণ না পাওয়ায় তিনি বলেন, এটা তো ওরা করবেই-যেখানে মহরমের জন্য দুর্গাপূজার বিসর্জন আটকে দেওয়া হয়, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়?

বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, জনগণের টাকায় উৎসব হচ্ছে। এদিকে সরকারি কর্মচারীদের ডিএ মিলছে না টাকার আভাবে, শিক্ষিত যোগ্য চাকুরি প্রার্থীরা চাকরি না পেয়ে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন। একটা পুজো পেরিয়ে ফের আরো একটা পুজো পেরিয়ে গেলেও সরকারের কোনও চিন্তা ভাবনা নেই।

এবিষয়ে জেলা তৃণমূলের নেতা বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেই আজ ক্যার্নিভ্যালের ঘোষণা করেন। সেখানে তো সবাই আমন্ত্রিত। সেই সাথে তিনি কটাক্ষ করে বলেন, গ্যাসের দাম কমলে সাংসদ ঢাক বাজিয়ে প্রচার করেন তা আজকেও ঢাক নিয়ে চলে আসুন। যোগ দিন অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *