আমাদের ভারত, ২১ জুলাই: জ্ঞানবাপী মসজিদের কার্বন ডেটিং পরীক্ষার অনুমতি দিল বারানসি আদালত।মসজিদের ওজুখানায় থাকা শিবলিঙ্গ বাদে বাকি অঞ্চলের বৈজ্ঞানিক পরীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর সেই পরীক্ষার ফলাফল পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৪ আগস্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ এর আগস্টে ৫ মহিলা জ্ঞানবাপীতে মা শৃঙ্গার গৌরী এবং মসজিদের অন্দরের পশ্চিম দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্ব রয়েছে দাবি করে সেখানে নিয়মিত পূজা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই মামলায় বারানসি দায়রা আদালতের বিচারও রবি কুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভেতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। সেই রিপোর্ট লিক হয়ে ওজুখানায় শিবলিঙ্গ রয়েছে বলে হৈচৈ পড়ে গিয়েছিল।
ভিডিও সার্ভেতে আপত্তি তুলেছিল জ্ঞানবাপীর আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তাদের দাবি ছিল, যেটাকে শিবলিঙ্গ বলে দাবি করা হচ্ছে সেটা আসলে ফোয়ারা। গত বছর ২০ মে এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছে যায়। ওজুখানা ঘিরে রাখার নির্দেশও দেয় শীর্ষ আদালত। তারপর নিম্ন আদালত থেকে মামলাটি বারানসি জেলা আদালতে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে সেখানে মামলাটির বৈধতা রয়েছে বলে রায় দেয় আদালত। গত মে মাসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে গোটা মসজিদ চত্বর সমীক্ষা করানো সংক্রান্ত মামলা শুনতে রাজি হয়েছিল আদালত।

