পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: বাড়ির গ্যারেজে রাখা গাড়িতে হঠাৎই আগুন লাগলো। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বেলদা ছোটমাতকৎপুর এলাকার ঘটনা। রবিবার রাতে বেলদা টেলিফোন এক্সচেঞ্জের কাছে কানু দে-র বাড়ির গ্যারেজে রাখা গাড়িতে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা। কাছেই ছিল কাপড়ের গোডাউন। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে গ্যারেজে রাখা গাড়িতে কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, “হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া দেখে ছুটে আসি। তারা পরে এসে দেখি বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট গাড়িতে বিধ্বংসী আগুন লেগেছে। পরে বালতিতে জল নিয়ে সেই আগুন নেভানোর কাজে হাত লাগান তারা। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রাইভেট গাড়িটি।

