আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ নভেম্বর: দুর্গাপুর থেকে দিঘা যাবার পথে নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর একটি বোলেরো গাড়ি দুর্ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন।
সূত্রের খবর, প্রায় জনা আটেক বন্ধু একটি বোলেরো গাড়ি করে দুর্গাপুর থেকে দিঘার দিকে যাওয়ার সময় দ্রুতগতি ও কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোলোরোটি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে প্রথম ধাক্কা মারে। পরে একই রাস্তা ধরে আশা গরু বোঝাই একটি লরি এসে ওই বোলেরোর পেছনে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় বোলেরোর সামনে থাকা একজন যাত্রী। তাকে আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। গাড়িগুলিকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ।