আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ২১ জানুয়ারি : দাঁড়িয়ে থাকা লরিতে যাত্রীবোঝাই পর্যটকদের গাড়ির ধাক্কা। এগরার জুমকির ঘটনা। ঘটনাস্থলে মৃত দুই, আহত আরো দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সকলেই পর্যটক।
সোমবার রাতে এগরার জুমকী বটতলা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে এগরার দিক থেকে দিঘার দিকে যাওয়া একটি পর্যটকদের স্কোরপিও গাড়ি। লরিটিতে সিমেন্ট বোঝাই ছিল। ঘটনাস্থলে দুই ব্যক্তি মারা যায়। বাকি দুজন গুরুতর আহত।
ঘটনাস্থলেই মারা যায় সন্দীপ পাড়ি, বয়স ৩০ বছর। সন্দীপ অ্যাসিস্ট্যান্ট কমিশনারেট কলকাতা ফোর্থ বেটেলিয়ানের পুলিশ কর্মী। অপর মৃত ব্যাক্তি সঞ্জয় সোম ৩২ বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেনডিহা গ্রামে। পকেটের পরিচয় পত্র দেখে পরিচয় ও ঠিকানা জানতে পারে পুলিশ। আহত দুজনের মধ্যে স্বপন দাসকে কলকাতায় রেফার করা হয়েছে। অপর আহত অলক কোনার এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে ভর্তি আছে। গুরুতর আহত অলকের কথা বলার ক্ষমতা নেই। ঘটনার খবর পেয়ে সেখানে যান এগরা থানার ওসি রবি গ্রাহিকার সহ বিশাল পুলিশ বাহিনী। দুটি গাড়িকে পুলিশ আটক করেছে। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।