সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ডিসেম্বর: দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই ট্রাক থেকে ১২৬৮ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। যদিও ট্রাকের চালক বা মালিকের হদিশ এখনও পাওয়া যায়নি। গাঁজা সহ আটক ট্রাকটিকে বনগাঁ থানার হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বনগাঁ থানার রামচন্দ্রপুর নেতাজি নগর এলাকায় রাস্তার পাশে একটি সন্দেহজনক ট্রাক দাঁড়িয়ে থাকার হদিশ পায় বনগাঁ থানার পুলিশ। ট্রাকটির নম্বর প্লেট দেখে বোঝা যায় যে, ট্রাকটি অন্ধ্রপ্রদেশের। স্থানীয়রা জানিয়েছে, প্রায় দুই থেকে তিন দিন একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাকটিকে। খবর পেয়ে সোমবার রাতে ঘটনা স্থলে পৌছায় বনগাঁ থানার পুলিশ। ট্রাকের দরজা ভেঙ্গে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালায়। ট্রাক চালকের আসনের নীচ থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে বারো কুইন্টাল গাঁজা। ওই সময় ট্রাকের আশপাশে কাউকে দেখা যায়নি।
পুলিশের ধারণা, ট্রাকের চালক বা খালাসি ট্রাকটি রেখে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিল। এরপর গাঁজা সহ ট্রাকটিকে বনগাঁ থানায় নিয়ে আসা হয়। গাঁজাগুলিকে বাজেয়াপ্ত করে একটি সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাইরের রাজ্য থেকে এই গাঁজাগুলি বনগাঁয় এনে তা পাচারের উদ্দেশ্য ছিল। কিন্তু তার আগেই এগুলি ধরা পড়ে যায়।
আইনজীবী সমির দাস বলেন, প্রায় দুই-তিন দিন গাড়িটি ওই এলাকায় ছিল। পুলিশের ধারণা ওই মাদকগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। পুলিশ ট্রাক চালকের ও খালাসিকে খুঁজতে তল্লাশি শুরু করেছে।