আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি: উঁচু পাচিল দিয়ে ঘিরে বাড়ির উঠোন ও আশপাশের জায়গায় বেশকিছু দিন ধরেই গাজার চাষ চলছিল। গোপনসূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ আজ ইটাহার থানার বাঙার এলাকার রামনগরে একটি বাড়িতে হানা দিয়ে সেই অবৈধ গাজা চাষ বন্ধ করে দিল।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে স্পেশাল অপারেশন গ্রুপের অফিসার তরুন কর্মকারের নেতৃত্বে পুলিশ ওই এলাকার দিলীপ মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে লক্ষ্য করে বাড়ির উঠোনে ও আশপাশের জায়গায় যথেচ্ছভাবে গাজার চাষ করা হচ্ছে। পাশাপাশি প্রচুর গাজাগাছ কেটে উঠোনে শুকানো হচ্ছে। এর থেকেই পুলিশের ধারণা, বানিজ্যিক ভাবেই এই গাজা চাষ ও বিক্রি করা হয়। এলাকার মানুষের সন্দেহ এড়াতে ওই বাড়ির চারদিক উঁচু পাচিল ও বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। যাতে গাজার গাছ এলাকার বাসিন্দাদের নজরে না আসে। বাড়ির মালিক দিলীপ মজুমদারকে আটক করা হয়েছে। আবগারি দপ্তরকে খবর দেবার পাশাপাশি পুলিশ বিস্তারিতভাবে তদন্ত শুরু করেছে।