AIDS Day, Bankura, বিশ্ব এইডস দিবস উপলক্ষে মোমবাতি মিছিল বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ ডিসেম্বর: মারণ ব্যাধি এইডস সম্বন্ধ্যে জনসাধারণকে সচেতন করতে বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে আজ এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যেগে আয়োজিত এই মোমবাতি মিছিলে স্বাস্থ্য কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।জেলা স্বাস্থ্য দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন পতাকা উত্তোলন করে মিছিলের সূচনা করেন।

অনুষ্ঠানে ডেপুটি সিএমওএইচ ডাঃ বি টুডু, নোডাল অফিসার ডাঃ তন্ময় ঘোষ সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মোমবাতি মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মাচানতলায় এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *