আমাদের দেশে, ২৬ জানুয়ারি: মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পাচ্ছেন। কেন্দ্রের তরফে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তা নিয়ে কটাক্ষ করেছেন। আর কুনাল ঘোষকে মোক্ষম জবাবও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি নেতার কথায় সাড়ে তিন বছর জেল খাটা ব্যক্তি কি মিঠুন চক্রবর্তীর পদ্ম পুরস্কার নিয়ে কটাক্ষ করতে পারেন।
মিঠুন চক্রবর্তী বাঙালি অভিনেতা। তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। এবার পদ্ম পুরস্কারে সম্মানিত হচ্ছেন মিঠুন। গত কয়েক বছর ধরেই মিঠুন চক্রবর্তীকে ঘিরে বাংলার রাজনীতিতে টানাপোড়েন দেখা গেছে। একসময় মিঠুন চক্রবর্তী তৃণমূলের রাজ্যসভার সদস্য থাকলেও এখন তিনি বিজেপিতে। পদ্মের হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচারে দেখা গেছে মিঠুনকে। ফলে রাজনৈতিকভাবে তাকে বার বার আক্রমণ করে তৃণমূল। পদ্ম পুরস্কার পাচ্ছেন ডান্স হিরো। সে কথা জানার পরে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ।
কুনাল ঘোষকে পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, তিন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা তিনি ( মিঠুন চক্রবর্তী)। পদ্ম পুরস্কার পাচ্ছেন। আর সেটা নিয়ে সাড়ে তিন বছর জেল খাটা একজন কটাক্ষ করছেন।” তিনি আরো বলেন, “মিঠুন চক্রবর্তী তার জীবনের একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। তাই উত্তর কলকাতার মানুষদের আমি বলবো, কুনাল ঘোষও উত্তর কলকাতার বাসিন্দা তাকে তারাই যেন উত্তর দেন। ”
মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পেলেও চলচ্চিত্র উৎসবে ডাক পান না। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী থেকে বড় অভিনেত্রী আর কেউ নেই এই রাজ্যে। তিনি অভিনয়ে সর্বসেরা, গানে সর্বসেরা, ছবি আঁকাতেও সর্বসেরা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনতে চাইতেন, তিনি বিরাট বড় ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবে মিঠুন চক্রবর্তী যোগ্য কিনা মুখ্যমন্ত্রী ছাড়া কেউ বলার নেই। তবে মুখ্যমন্ত্রী যে খুব ভালো অভিনয় করতে পারেন সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।
ঊষা উত্থুপকেও এবার পদ্ম পুরস্কার প্রাপকের তালিকায় এনেছে মোদীই। কিন্তু ঊষা উত্থুপকে এরাজ্যের বাসিন্দা না বলেই দাবি করেছে তৃণমূল। এর উত্তরে সুকান্ত মজুমদার বলেন, ঊষা উত্থুপ নিজের সারা জীবন এই বাংলায় দিয়ে দিলেন। তাহলে তিনি বাঙালি না হলে কে বাঙালি? ফিরহাদ হাকিম বাঙালি? যার বাপ ঠাকুরদা গয়া থেকে এসেছিল?

