পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা। এবার সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হলো রেশমি গ্রুপ ও শালবনী ব্লকের আইটিআই কলেজ।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনির বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআইতে আয়োজিত হল বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিং- এ অংশগ্রহণ করেন। মূলত ১৮ থেকে ২৩ বছরের মধ্যে ছাত্র-ছাত্রীদের চাকরি দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান। ইলেকট্রিশিয়ান ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জবের ডালি নিয়ে হাজির ছিলেন খড়্গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা। প্রচুর ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ ও আগামীকাল এই দুদিন ক্যাম্পাসিং চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। এখানে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছুই যেমন শেখানো হয় তেমন সরাসরি ইন্টারভিউ- এর মাধ্যমে কোম্পানিতে যোগ দেবার সুযোগেরও ব্যবস্থা ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় চলছে জব ফেয়ার মেলা। এদিন শালবনী প্রাইভেট আইটিআই ও খড়্গপুর রেশমী কোম্পানির যৌথ উদ্যোগে এই শিবিকে কোথাও সেই জব ফেয়ারের নকল প্রতিলিপি বলে মনে করছেন অনেকে। অবশ্য বিষয়টিতে তেমন কিছুর যোগ নেই বলে জানিয়েছেন শালবনী প্রাইভেট আইটিআই কলেজের তরফে। এমনকি এই কলেজে পড়া ছাত্র-ছাত্রীদের কোনরকম বিশেষ সুযোগ-সুবিধাও দেওয়া হবে না। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সবকিছু হবে একদম স্বচ্ছ পদ্ধতিতে, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন রেশমি ও শালবনি প্রাইভেট আইটিআই কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিন প্রায় ৫৭০ জন ছাত্রছাত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানাগেছে রেশমি গ্রুপের পক্ষ থেকে।
সেই সঙ্গে তাদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এখানে ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করছে সকলের তথ্য এবং বায়োডাটা আমরা সংগ্রহ করে রাখলাম। ভবিষ্যতে এই তথ্য আমাদের কাজে আসবে। এই ইন্টারভিউতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার থাকবে। যে কোনো ছাত্রছাত্রী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই ক্যাম্পাসিং-এ অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন শালবনি প্রাইভেট আইটিআই কলেজের প্লেসমেন্ট সেলের প্রধান উদয় ডাঙ্গর। ছাত্র-ছাত্রীদের আসতে আহ্বান জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল শুভম গোস্বামী।