আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ আগস্ট: উত্তরবঙ্গে ভাওয়াইয়া লোকগানের জনপ্রিয় শিল্পী ঈশ্বরচন্দ্র রায় এবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী। প্রার্থী হিসেবে তিনি ভাওয়াইয়া গানের সুরে প্রচার করছেন। শনিবারের পর রবিবারও তাই দেখা গেল।
ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করা হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় নিজেই গান লেখেন এবং সুর দেন। বেতারেও তিনি নিয়মিত লোকগান পরিবেশন করে থাকেন। ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের কাছে তিনি সুপরিচিত। রাজবংশী ভাষা নিয়েও তাঁর গবেষণা রয়েছে।
গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সাথে তিনি যুক্ত রয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের জলপাইগুড়ি জেলার সভাপতি। যুব আন্দোলনের মধ্যে দিয়ে তিনি সিপিআই(এম)-এর সদস্যপদ অর্জন করেছেন। এর আগে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি, ধূপগুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।