পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: রাজ্যবাসীকে বিদ্যুৎ পরিষেবা দিতে গিয়ে সামান্যতম ভুলভ্রান্তির জন্য বিপদগ্রস্ত হতে হয় বিদ্যুৎ বিভাগের কর্মীদের। বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে সুরক্ষা ও সচেতনতা অবলম্বন সম্পর্কে একটি শিবির অনুষ্ঠিত হয়েছে মেদিনীপুর শহরে। সচেতনতা শিবিরে বিদ্যুৎ বিভাগের কর্মীদের কার্যক্ষেত্রে সুরক্ষাবিধি এবং সুরক্ষার উপকরণ সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
সেই সঙ্গেই মুমূর্ষু মানুষের সেবায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে বিদ্যুৎ বিভাগের ১৩৩ জন কর্মী রক্তদান করেন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল গিরি এবং বিদ্যুৎ বিভাগের রিজিওনাল ম্যানেজার রক্তদাতাদের শুভেচ্ছা জানান।