আশিস মণ্ডল, রামপুরহাট, ১৪ নভেম্বর: আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে বিশ্ব ডায়াবেটিস ফাউনডেসনের সহযোগিতায় বীরভূমের মল্লারপুরে স্বেচ্ছাসেবী সংস্থা নইসুভার সভাকক্ষ ‘দীক্ষা’য় একটি শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উপস্থিত ছিলেন রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান, ব্লক প্রাইমারি হেলথ নার্সিং অ্যাসিস্টেন্ট শঙ্কর জানা, শিবিরের আয়োজক নইসুভার সভাপতি সোমা পাঠক। শিবিরের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের আশা কর্মী এবং এলাকার মহিলারা উপস্থিত ছিলেন।
শনিবার সেমিনারে শুরুতেই মল্লারপুর শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে এই শোভাযাত্রায় হাঁটেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ডায়াবেটিস হলে কি খাবেন, কি খাবেন না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রবীন্দ্রনাথবাবু। এছাড়া শরীর চর্চা করলেও যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও আলোচনা করেন। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের বছরে একবার চোখের চিকিৎসার পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে শরীর চর্চার ক্ষেত্রেও চিকিৎকের পরামর্শ নেওয়ার অনুরোধ করেন তিনি। নইসুভার প্রশংসা করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “আপনারা তিনটি ব্লকে কাজ করছেন শুনে ভালো লাগল। তবে ওই এলাকায় কতো সংখ্যক ডায়াবেটিস রোগী রয়েছেন তার তালিকা দিলে ভালো হয়”। নইসুভার সম্পাদক সাধন সিনহা বলেন, “আমরা বছর দেড়েক থেকে মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রাম, নলহাটি ১ নম্বর ব্লকের মেহেগ্রাম ও ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে প্রচার এবং স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে আসছি। আগামী দিনে আরও বেশি সংখ্যক এলাকা জুড়ে ডায়াবেটিস নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে”।