ঘাটালে বন্যায় ভুক্তভোগী মানুষের তৃতীয় সম্মেলনের ডাক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: আসন্ন কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্লানে অর্থ বরাদ্দ করে আগামী বর্ষার আগে কাজ শুরু দাবিতে তৃতীয় পর্যায়ের আন্দোলনের প্রস্তুতিতে বন্যায় ভুক্তভোগী মানুষের তৃতীয় সম্মেলনের ডাক দিল-ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। আজ ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে কমিটির সদস্যরা এক সাংবাদিক বৈঠকে একথা জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি, সহঃ সভাপতি সত্যসাধন চক্রবর্তী ও বিকাশ ধাড়া,কোষাধ্যক্ষ কানাই লাল পাখিরা প্রমুখ।

কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে প্রায় ১৬৫০ বর্গ কিমি এলাকার ২০ লক্ষাধিক মানুষকে বাৎসরিক বন্যার হাত থেকে রেহাই দিতে তৈরি হয়েছিল ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। ১৯৮২ সালে তৎকালীন রাজ্য সেচমন্ত্রী ভিত্তি প্রস্থর স্থাপন করলেও মাস্টার প্ল্যানের কোনও কাজ দীর্ঘদিন না হওয়ায় ২০০১ সালে ঘাটাল মহকুমাবাসী আন্দোলন গড়ে তুললে নতুন করে মাস্টার প্ল্যান পুনর্মূল্যায়ন করা হয়। ১৭৪০ কোটি টাকার ওই সংশোধিত প্রকল্পের প্রথম ধাপে কাজ হওয়ার কথা ১২১৪ কোটি ৯২ লক্ষ টাকার।

আশ্চর্যের বিষয় ২০১৫ সালে গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশন ও কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রক অনুমোদন দিলেও আজও কেন্দ্রীয় সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি। সম্প্রতি ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পাওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের শাসক দল ঘাটালে শোরগোল ফেলে দিয়ে বললেন, টাকা মঞ্জুর হয়ে গেছে। কাজ শুরু হলো বলে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনো অর্থ মঞ্জুরতো দূরের কথা, কেন্দ্রীয় ইন্টার মিনিস্টিরিয়াল কমিটির ছাড়পত্র পাওয়া যায়নি।

এমতাবস্থায় আসন্ন কেন্দ্র ও রাজ্য বাজেটে অর্থমঞ্জুর করে আগামী বর্ষার আগেই কাজ শুরু দাবিতে আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে আগামী ৫ ই ফেব্রুয়ারি বন্যায় ভুক্তভোগী মানুষের তৃতীয় সম্মেলন আহ্বান করা হয়েছে। ওই সম্মেলন থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *