সন্দেশখালি কাণ্ডে প্রতিবাদ সভার ডাক

আমাদের ভারত, ৮ জানুয়ারি: শুক্রবার সন্দেশখালিতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের সংগঠিত দুষ্কৃতী বাহিনীর হাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের বেদম মার খাওয়া, গাড়ি ও ক্যামেরা ভাঙ্গচুর এবং তাদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার প্রতিবাদে, আগামী বুধবার বিকেলে কলকাতার প্রেস ক্লাব পথে এক জমায়েত ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

কলকাতার প্রেস ক্লাবের সহ সভাপতি প্রসূন আচার্য এ খবর জানিয়ে সোমবার বলেন, “বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ও সম্পাদকদের সঙ্গে আলোচনা করেই এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আশাকরি সকল সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদ কর্মী ও আমাদের পেশার শুভানুধ্যায়ীরা এই প্রতিবাদ সভায় যোগ দেবেন।”

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙ্গার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। শয়ে শয়ে শাহজাহানের অনুগামী বাড়ির সামনে জড়ো হয়। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। ইডি আধিকারিকদের মারধর শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙ্গচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় বিভিন্ন সংবাদমাধ্যম। ভাঙ্গা হয় তাদের গাড়ি ও আলোকচিত্রীর ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *