পলিব্যাগ বর্জনের আহ্বান, সবুজায়নে গাছের চারা বিলি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ মে: পলিব্যাগ বর্জন করে জুট ও কাপড়ের থলের ব্যবহার বাড়ানো ও বনভূমি রক্ষার জন্য সবুজায়নের আহ্বান জানিয়েছেন ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সবুজায়নের জন্য এদিন স্হানীয় অধিবাসীদের গাছের চারা বিলি করা হয়।

কেন্দ্রীয় সরকারের লাইফ মিশন কর্মসূচিতে গত ১১মে থেকে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিভাগ ও সিএসআর বিভাগের যৌথ উদ্যোগে আগামী ৫ জুন পর্যন্ত নানা কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্ব উষ্ণায়নে মানব সভ্যতার বিপন্নতা, আর তা থেকে রক্ষা পেতে বনরক্ষা ও গাছপালা লাগাতে প্রকল্প লাগোয়া ১০ কিমি এলাকার বাসিন্দাদের আহ্বান জানানো হয়।

অধিবাসীদের সচেতনতা বৃদ্ধি করতে সভা, সেমিনার, জল সংরক্ষণ, শক্তির অপচয় রোধ বিষয়ে স্কুল পড়ুয়াদের পরামর্শ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান এমটিপিএসের ডিজিএম (সিএসআর) এ কে তেওয়ারি। তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে ভয়ঙ্কর বিপদ দাঁড়িয়ে আছে। মানব সভ্যতাই নয়, পৃথিবীর সমস্ত প্রাণী ও জড় জগতের রক্ষার্থে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। প্রকল্পের দূষণ নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক কল্যাণী পাইন বলেন, বুধবার আমরা এখানের কেন্দ্রীয় বাজারের প্রত্যেক দোকানদারকে সতর্ক করেছি পলিব্যাগ ব্যাবহার না করার জন্য।

পাশাপাশি এদিন তাদের হাতে জুটের ব্যাগ তুলে দেওয়া হয়। অন্যদিকে সবুজায়নের লক্ষ্যে স্থানীয় আমডাঙা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে একটি করে মেহগিনি গাছের চারা দেওয়া হয় বলে জানান বিদ্যুৎ প্রকল্পের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার ও প্রকল্প প্রধান সুশান্ত সন্নিগ্রাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *