আমাদের ভারত, ৩০ জুলাই: ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। রবিবার মানিক তলায় ডেঙ্গি মোকাবিলা কর্মসূচিতে অংশ নেয় বিজেপি। সেখানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফিরহাদ হাকিমকে ডেঙ্গি হাকিম বলে আক্রমণ শানান ও রাজ্যবাসীর কাছে আবেদন করেন, এই ব্যর্থ সরকারের আশায় বসে না থেকে নিজেদের সাধ্যমত নিজ নিজ এলাকা পরিষ্কার করার ব্যবস্থা করুন।
কলকাতা থেকে জেলা উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি। এই ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগও করেছেন সুকান্ত। ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন সুকান্ত। রবিবার মানিকতলায় ডেঙ্গি মোকাবিলা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি। ১৫ নম্বর ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছড়িয়ে ড্রেন পরিষ্কার করেন সুকান্ত। এরপরই সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “ফিরহাদ হাকিম এখন ডেঙ্গি হাকিম হয়ে গিয়েছেন। ওকে ডেঙ্গি হাকিম বলে ডাকুন।” তাঁর আরো অভিযোগ, এখন কলকাতা কর্পোরেশন আর কোনো কাজই করছে না।
রাজ্যবাসীর কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, “সরকারের আশায় বসে না থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করুন। অপরিষ্কার স্থানগুলিকে পরিষ্কার করুন। যেখানে বর্ষার জল জমে সেই জায়গাগুলি পরিষ্কার রাখুন। আপনাদের সুরক্ষা আপনাদেরই নিতে হবে। ডেঙ্গু প্রতিহত করতে আমাদের সকলকে সংকল্প নিতে হবে।”
এর পাল্টায় ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপি পায়ের তলায় মাটি পাচ্ছে না, কারণ সুকান্ত মজুমদারের মত নাট্যকারেরা বিজেপির সংগঠনে রয়েছেন। এসব নাটক করে ছবি তুলে লাভ নেই। মানুষের সেবা করুন। একটা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আছে? কলকাতায় যে কোনো কেন্দ্রে দাঁড়িয়ে দেখান। তার আরো বক্তব্য ডেঙ্গি আগেও হয়েছে পরেও হবে।
প্রসঙ্গত, সরকারি তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৭৫। জুলাই মাসেই রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে আট হয়েছে। ১৯ জুলাই থেকে ২৬ জুলাই এই সাত দিনে শুধু কলকাতা পুরসভা এলাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৭। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং নদিয়ার রানাঘাট পুরসভা এলাকাতেও পরিস্থিতি উদ্বেগের। এদিকে ডেঙ্গি প্রতিরোধে একাধিক কড়া অবস্থান নিয়েছে বলে দাবি করেছে পৌরসভা।