আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি:
আসন্ন কেন্দ্রীয় বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ করে আগামী বর্ষার আগে কাজ শুরুর দাবিতে তৃতীয় পর্যায়ের আন্দোলনের প্রস্তুতিতে বন্যায় ভুক্তভোগী মানুষের স্বার্থে তৃতীয় সম্মেলনের ডাক দিল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। এই উপলক্ষে আজ ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি। সভা থেকে মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে ধারাবাহিক আন্দোলন সম্পর্কে একটি বুলেটিন প্রকাশ করা হয়।

কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণবাবু জানান, ওই সম্মেলন থেকেই মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে ওই সম্মেলন থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

