বিজয়া দশমীতে বঙ্গ সন্তানকে বিশেষ স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি

আমাদের ভারত, ৮ অক্টোবর: সারা পৃথিবীতে বিখ্যাত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির প্রবাসী ভারতীয় এবং বিশেষ করে বাঙালি সমাজে যুধাজিত সেন মজুমদার এক সুপরিচিত নাম। তথ্যপ্রযুক্তি শিল্পে নিয়োজিত মেধাবী বাঙালি যুবক যুবতীদের বাংলা ও ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতির অঙ্গনে একত্রিত করার উদ্দেশ্যে নিবেদিত প্রাণ এই তরুণ তথ্যপ্রযুক্তিবিদ।

আমেরিকা খ্যাত ইন্ডিয়া ডে প্যারেড এবং ফেস্টিভ্যাল অফ গ্লোব এর অন্যতম কর্ণধার যুধাজিত। এই প্যারেড ও ফেস্টিভ্যালে বাঙালি জাতীয়তাবাদের পরিচিতি উজ্জ্বল করার কৃতিত্বের সিংহভাগ যুধাজিতের প্রাপ্য। সানফ্রান্সিস্কো বে এরিয়ার সর্ববৃহত হিন্দু মন্দির ফ্রিমন্ট টেম্পেলে কালী মূর্তি (মা ভবতারিণী) প্রতিষ্ঠা ও নিত্য পূজা প্রবর্তনের নেতৃত্বেও ছিলেন যুধাজিত। এই কালী মন্দির ঘিরে বাঙালি সমাজে সৃষ্টি হয়েছে এক ধর্মীয় ও সামাজিক জাগরণ। চিরাচরিত জংধরা তথাকথিত সেকুলার নির্জীব বাঙালি পরিবশের জাল কেটে উঠে এসেছে এক উচ্চ শিক্ষিত যুবশক্তি যারা হিন্দুত্বের আদর্শে উজ্জীবিত, সমস্ত সামাজিক ও রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী স্বর। আমেরিকা, ভারত, বাংলাদেশ বা পশ্চিম বঙ্গ – যখনই সনাতনী সংস্কৃতি বিশ্বাস ও আচরণের উপর কোনও আঘাত এসেছে তখনি যুধাজিতের নেতৃত্বে প্রতিবাদে মুখর হয়েছে সিলিকন ভ্যালির এই যুব সমাজ – কখনো সোশাল মিডিয়ায়, কখনো ক্যালিফোর্নিয়ার রাস্তায় বা পার্কে মিলিত হয়ে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র যুধাজিত ছাত্র জীবন থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত এবং সংঘের শিক্ষার প্রয়োগ চালিয়ে যাচ্ছেন কর্মভূমি আমেরিকায়ও। ধর্মীয় ও সামাজিক গন্ডির বাইরে দল মত নির্বিশেষে মানুষের সেবায় নিয়োজিত যুধাজিত। বিশেষ করে বাঙালি সমাজে কার ভিসা সমস্যা, কার পাসপোর্ট হারিয়েছে, কার কোভিডের সময় সাহায্য প্রয়োজন – প্রথম মানুষ যার খোঁজ করে সবাই সে হল যুধাজিত সেন মজুমদার।

গত এক দশক ধরে নিজস্ব পেশায় কৃতিত্ব বজায় রেখে ভারতীয় এবং বঙ্গ সংস্কৃতির প্রচার প্রসারের মাধ্যমে আমেরিকার বৈচিত্রময় সাংস্কৃতিক জগতকে ঋদ্ধ করার অনলস প্রয়াসকে 4 অক্টোবর, 2022 তারিখে মানপত্রের মাধ্যমে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া লেজিস্লেটার এসেম্বলি। যুধাজিতের এই সন্মানে আনন্দিত ও উতসাহিত রাষ্ট্রবাদী প্রবাসী বাঙালি সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *