একের পর এক ব্যারিকেড ভেঙ্গে কলকাতা পুরসভা অভিযান বাম ছাত্র যুবদের, এটা ট্রেলার, মঙ্গলে মুখোমুখি লড়াইয়ের হুঁশিয়ারি মীনাক্ষীর

আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর: কলকাতা পুরসভার সমস্ত শূন্য পদে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার পথে নেমেছিল বাম ছাত্র-যুব। একই সঙ্গে কলকাতা পুরসভার প্রতিটি স্কুল চালু করার দাবি তুলেছে বামেরা। কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে লেলিন সরণি ধরে মিছিল এগিয়ে যায় কলকাতা পুরসভার দিকে। ৮ দফা দাবিতে রাস্তায় নেমেছিল বাম ছাত্র যুবরা।

পুলিশের ঘিরে দেওয়া একের পর এক ব্যারিকেড ভেঙ্গে তারা এগিয়ে যান। কলকাতা কর্পোরেশনের দুদিকের ব্যারিকেড ভেঙ্গে ফেলেছিল তারা। ব্যারিকেড ভেঙ্গে ফেলার পর ছাত্র-যুবদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মত ছাত্র-যুবদের প্রথম সারির নেতৃত্ব। পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি বাধে তাদের। এরপর রাস্তাতেই ধর্নায় বসে পড়েন মীনাক্ষী সহ ছাত্র যুবরা।

ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, পুলিশ আমাদের কথা শুনবে। তারপর আমরা এখান থেকে উঠবো। পুলিশ আমাদের প্ররোচিত করতে চাইছে। বারবার পুলিশকে বাঁচানোর দায় আমাদের নয়। আজ আমরা এখানে পুলিশের ভূমিকা দেখে গেলাম। কুড়ি তারিখ ওদের সঙ্গে সামনাসামনি কথা হবে। আজ ট্রেলার ছিল।” তাঁর অভিযোগ, “চাকরি না পেয়ে গোটা রাজ্য জুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে তা দেখে ওরা ভয় পাচ্ছে। সেই কারণে পুলিশকে সামনে রেখে বাঁচতে চাইছে ওরা। কিন্তু এই আগুন থেকে বাঁচতে পারবে না।”

ডিওয়াইএফআই’য়ের আরেক নেতা বলেন, “গত তিন চার বছর ধরে আমরা বলছি পুরসভার ২৯ হাজার শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদগুলিতে তাৎক্ষণিক স্বচ্ছ নিয়োগ করার দাবি জানাচ্ছি আমর। যত বেনিয়ম হয়েছে সকলের বিরুদ্ধে চার্জশিট জমা করতে হবে। যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *