রাজেন রায়, কলকাতা, ২৯ অক্টোবর: সুস্থতা বাড়লেও উৎসবের সময় বেশ খানিকটা বেড়েছে রাজ্যে করোনা সংক্রমণের হার। সেই কারণে এবছর নির্দিষ্ট সময়ে হবে না ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সম্প্রতি ট্যুইট বার্তায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর ২০২১ জানুয়ারিতে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
১৯৯৫ সাল থেকে নন্দন চত্ত্বরে অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের নানা ভাষার চলচ্চিত্রের প্রদর্শনী তো থাকেই। সেইসঙ্গে উপস্থিত থাকেন নানা দেশের সিনেমা জগতের কিংবদন্তি ব্যক্তিত্ত্বরাও। প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হয় এই উৎসব। এবছরের শুরুতেও নভেম্বরেই অনুষ্ঠান করার পরিকল্পুনা নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাতিল করতে হল। এখনও অবধি ঠিক হয়েছে ২০২১ সালের ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব।
দুর্গাপুজোর সময় কলকাতা সহ সারা রাজ্যেই করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসবের ঝুঁকি নেওয়া সম্ভব নয়। এই নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যক্তিত্ত্বদের সঙ্গে কথা বলেই দিন স্থির করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।