সাথী দাস, পুরুলিয়া, ১১ অক্টোবর: পুরুলিয়ার ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতোকে জয়ী ঘোষণা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত। পুরুলিয়ার ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো।
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের গণনায় কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো ৬ ভোটে জয়ী হয়। তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডল পুনর্গণনার দাবি তুললে ১২৫ ভোটে জয়লাভ করেন ওই তৃণমূল প্রার্থী। ঘটনার পরই গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো। আজ বুধবার কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতোকে ৬ ভোটে জয়ী ঘোষণার নির্দেশ দেন বিডিওকে।
ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী আদালতের এই রায়ে খুশি। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির মারুমশিনা অঞ্চল ১১ নং পঞ্চায়েত সমিতির আসনে কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো ৬ ভোটে জয়ী হন। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশ মন্ডল রিকাউন্টিংয়ের আবেদন করলে রিকাউন্টিং হয়, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ১০৫ ভোটে জয়ী হন।
বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো। বিষয়টি নিয়ে তিজেন্দ্রনাথবাবু আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঝালদা ১ নং ব্লক বিডিও জোর করে তৃণমূল প্রার্থীকে জয়ী করানোর জন্যে রিকাউন্টিং করান। তাঁর বদলে সেখানে তৃণমূল প্রার্থীকে জয়ী করানো হয় ১০৫ ভোটে। তাই তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অমৃতা সিনহার এজলাসে মামলার রায় ঘোষণা হয়।
যদিও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশ মন্ডল জানান, এই বিষয়ে তাঁর কোনো কিছু জানা নেই। দল যা বলবে তাই করবেন তিনি। ২৮ আসন বিশিষ্ট ঝালদা ১ পঞ্চায়েত সমিতির বর্তমানে কংগ্রেসের আসন দাঁড়াল ৯, সিপিএম ২, বিজেপি ২ এবং তৃণমূল ১৫ জন।