কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগের বিরুদ্ধে দায়ের জোড়া জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

রাজেন রায়, কলকাতা, ২৫ আগস্ট: অর্ডিন্যান্স না এনে কিভাবে পুরসভার মাথায় একজন মন্ত্রী প্রশাসক হিসেবে বসতে পারেন, তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। কিন্তু মঙ্গলবার সমস্ত মামলা খারিজ করে দিয়ে হাইকোর্ট জানালো মহামারী পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্তে কোন অর্ডিন্যান্স আনার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বড় জয় পেল রাজ্য।

কলকাতার অরবিন্দ সরণির বাসিন্দা শরদ সিং এবং বিজেপি রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা দুটি এদিন খারিজ করা হয়েছে। গত জুন মাসে কলকাতা পুরসভার মেয়াদ ফুরিয়ে যায়। কিন্তু লকডাউনের কারণে স্থগিত হয়ে গিয়েছে পুরভোট। এই আপৎকালীন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে কলকাতা পুরসভাতেও প্রশাসক বোর্ড নিযুক্ত করে রাজ্য সরকার। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে।

শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার প্রশাসক বসানোয় এই নিয়োগের বিরুদ্ধে প্রশ্ন তুলে আদালতে মামলা হয়। প্রশাসক বোর্ড নিয়োগ সংক্রান্ত মামলায় প্রথমে এই বোর্ডকে এক মাসের কেয়ারটেকার বোর্ড বলে ঘোষণা করে আদালত। পরে আবার সিঙ্গল বেঞ্চ মামলাটি শুনে বোর্ডের মেয়াদ বাড়িয়ে দিয়ে অন্তর্বর্তী নির্দেশ দেয়। আর এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ২টি মামলা খারিজ করে জানায় যে, অতিমারী পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তাই অর্ডিন্যান্স আনার কোনও প্রয়োজনীয়তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *