আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ জানুয়ারি: সোমবার বিনপুরের মালাবতির ইউক্যালিপটাস জঙ্গলে অজানা জন্তুটিকে বন্দি করতে লোহার খাঁচা পেতেছেন বনকর্মীরা। খাঁচার ভিতর ছাগলের টোপ দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় রয়েছে বনকর্মী ও পুলিশের ব্যারিকেড। বাঘ ধরতে আনা হয়েছে সুন্দরবনের চারজন বন্যপ্রাণ বিশেষজ্ঞকে। লক্ষ্মণপুরের সরষে খেতে অজানা জন্তুর পায়ের ছাপের প্রিন্ট নিতে প্লাস্টার অব প্যারিস ব্যবহার করা হয়।বাঘের পায়ের ছাপের মতো পরিস্কার পায়ের দাগ রয়েছে লক্ষ্মণপুরের বেশ কয়েকটি জায়গায়। সেগুলি ঘুরে দেখেন রাজ্য বন্যপ্রাণী শাখার এই চার বিশেষজ্ঞ। তবে তারা কোনও মন্তব্য করতে চাননি।
বনবিভাগের একটি সূত্র থেকে জানা গেছে, দু’ধরনের পায়ের ছাপ পাওয়া গেছে লক্ষ্মণপুর, মালাবতি এলাকায়। অজানা জন্তুটির বড়ধরনের পায়ের ছাপের পাশাপাশি রয়েছে ছোট পায়ের ছাপ। ছোট পায়ের ছাপগুলি ওই জন্তুটির শাবকের বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে এলাকার লোকজন মনে করছেন বাঘিনীর সঙ্গে ছোট শাবক রয়েছে।