রাজ্যকে হিসাব নিকাশে স্বচ্ছতার স্বীকৃতি ক্যাগের, দিলীপ ঘোষের প্রয়োজন নেই: ফিরহাদ

রাজেন রায়, কলকাতা, ৩ অক্টোবর: এ রাজ্যের হিসেব-নিকেশে অনেক গন্ডগোল আছে বলে মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু কেন্দ্রীয় হিসাবরক্ষণ সংস্থা ক্যাগের রিপোর্টের পর দিলীপ ঘোষকে পাল্টা নিশানা করলেন পুরমন্ত্রী তথা পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ। এদিন তিনি পরিষ্কার বললেন, ‘রাজ্যের জন্য ক্যাগের স্বীকৃতি যথেষ্ট। দিলীপ ঘোষের স্বীকৃতির প্রয়োজন নেই।’

শনিবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয় পশ্চিমবঙ্গের হিসাবরক্ষণ সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ফিরহাদ আক্রমণ করেন দিলীপ ঘোষকে। তিনি বলেন, ‘উনি কি চাটার্ড অ্যাকাউন্ট্যান্টও পাস করেছেন? নাকি অ্যাকাউন্টসের বিশেষজ্ঞ? যেখানে ক্যাগ সার্টিফিকেট দিচ্ছে, যারা সারা দেশে হিসেব রক্ষা করে এইরকম এক কেন্দ্রীয় সংস্থা স্বীকৃতি দিচ্ছে, পশ্চিমবঙ্গের হিসেব ভারতের মধ্যে সবথেকে স্বচ্ছ। সেটা নিয়েও ভুলভাল বলছেন। যদি গায়ের জোরে জোর জবরদস্তি বলেন, তাহলে সেটা কিছু বলার নেই। তবে ক্যাগ আমাদের দরাজ হস্তে স্বীকৃতি দিয়েছে সারা দেশের নিরিখে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা হিসাব নিকাশ স্বচ্ছতার প্রতীক।’ সম্প্রতি ক্যাগের এক বিশেষ প্রতিনিধি দল এ রাজ্যের হিসেব-নিকেশ পরীক্ষা করতে এসেছিল। তারা রাজ্যের হিসেব নিকেশ পরীক্ষা করে ক্লিন চিট দিয়েছিল।

এদিন ফিরহাদ কৃষি বিল নিয়েও দিলীপ ঘোষকে বলেন, ‘দিলীপ দার শিক্ষাগত যোগ্যতা আমার জানা নেই। কিন্তু পার্লামেন্টের মেম্বার হওয়ার দরুন বিলটা পড়ে কথা বলুক। ধীরে ধীরে ভারতবর্ষ কর্পোরেট ধাঁচে চলে যাচ্ছে। যেখানে চাষীদের নিজেদের জমির অধিকার থেকে বঞ্চিত হতে হবে। আস্তে আস্তে বড় হাউসগুলো ফড়ের কাজ করবে। চাষীদের ন্যূনতম সহায়ক মূল্যের কথা কোথাও উল্লেখ নেই বিলে। না জেনে কথা বলা আর মিথ্যে বলা দুটোই সমান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *