সুশান্ত ঘোষ, অশকনগর, বাড়িতে নতুন টিভির কেবল লাইন জুড়তে এসে এক যুবতী গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল কেবল অপারেটরের মেকানিকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার শিববাড়ি এলাকার ঘটনা। পুলিশ মঙ্গলবার অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে নাম অর্ক বিশ্বাস।অশোকনগর থানার সেনডাঙ্গা এলাকার বাসিন্দা।
ধর্ষিতা গৃহবধূর অভিযোগ, গত মাসের ২৫
তারিখে নতুন টিভি কেনেন ওই গৃহবধূ। দুদিন পরেই কেবল লাইনে সমস্যা
হয়। গোলবাজার কেবিল অফিসে ফোন করেন ওই গৃহবধূ। যথারীতি কেবল অফিস
থেকে লাইন ঠিক করতে
আসে অভিযুক্ত যুবক অর্ক বিশ্বাস। ওই গৃহবধূ বাড়িতে একাই থাকেন। সেই সুযোগ নিয়ে মহিলাকে জোর করে ধর্ষণ করে বলে
অভিযোগ। শুধু ওই দিনই নয় এরপর
একাধিকবার ওই মহিলাকে
খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় এবং তাকে হুমকিদেওয়া হয় এই ঘটনা
পুলিশকে জানালে তার মুখে অ্যাসিড মারবে। বার বার এমন অত্যাচারের হাত থেকে বাঁচতে অশোকনগর থানায়
অভিযোগ জানান ওই মহিলা। অভিযোগ পেয়ে মঙ্গলবার
রাতেই সেই যুবককে গ্রেফতার করে অশোকনগর থানার
পুলিশ। ধৃতকে বুধবার বারাসত আদালতে তোলা হয়।