আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: আরও একটা শাহিনবাগ তৈরি হল দিল্লির বুকে। আরও ভোগান্তি বাড়ল দিল্লিবাসীর। সিএএ বিরোধী আন্দোলন এবার শুরু হল জাফরাবাদেও। বন্ধ হয়ে গেল জাফরাবাদ মেট্রো স্টেশন।
সিএএর প্রতিবাদে শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে ধর্নায় বসে পড়ে দু’শোর বেশি মহিলা প্রতিবাদকারী। আন্দোলনকারীদের বেশিরভাগের হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা। আর তার সঙ্গেই চলছিল আজাদের স্লোগান। রবিবার সকাল থেকে পরিস্থিতি জটিল হওয়ার ফলে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা ঘোষণা করে দেয় কোনও ট্রেন সেখানে দাঁড়াবেন না।
ঘটনাস্থলে ছুটে আসেন পদস্থ পুলিশ কর্তারা। আন্দোলনকারী মহিলাদের সঙ্গে তারা কথাবার্তা বলেন, চেষ্টা করেন বোঝানোর। কিন্তু অবস্থানে অনড় থাকেন মহিলারা। তাদের দাবি সিএএ, এনআরসি থেকে মুক্তি চাই।
শাহিনবাগ আগে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এবার সেই আন্দোলন আরো বিস্তার লাভ করল। শনিবার রাত থেকে যোগ হলো জাফরাবাদ। রাজধানীর রাজপথে ফের সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জী বিরোধী অবস্থান বিক্ষোভ শুরু করেন মহিলারা। এই আন্দোলনের কারণে দিল্লির দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আটকে পড়েছে। প্রতিবাদীদের বুঝিয়ে রাস্তা খোলার চেষ্টা হলেও কোনো ফল হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে জাফরাবাদ মেট্রো স্টেশন। কোন ট্রেন সেখানে দাড়াচ্ছে না। ফলে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
স্টেশনে মোতায়েন করা হয়েছে আধাসেনা। জাফরাবাদ স্টেশনে বিক্ষোভের কারণে বন্ধ হয়ে গিয়েছে সিলামপুর থেকে মৌজপুর যমুনা বিহার সংযোগকারী ৬৬ নম্বর রাস্তা।
জানা গেছে শনিবার সন্ধ্যা নাগাদ উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে আচমকাই মহিলা এসে জড়ো হয়। তাদের মাথায় থাকা টুপিতে লেখা ছিল নো এনআরসি। হাতে জাতীয় পতাকা ছিল মুখে স্লোগান আজাদীর স্লোগান। রাস্তার উপর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা সেখানে অবস্থানে বসে পড়েন। অবরুদ্ধ হয়ে যায় ওই এলাকায়। রবিবার সকালে বিক্ষোভ সিলামপুরা আর কারদমপুরি রোড পর্যন্ত ছড়িয়ে পড়েছে।