আমাদের ভারত,২২ জানুয়ারি: সিএএ এর বিরুদ্ধে হওয়া ১৪৪ টি মামলার শুনানির প্রথমেই ধাক্কা খেলো বিরোধীরা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এখনই নাগরিকত্ব আইনে বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নয়। আগে আদালত কেন্দ্র সরকারের বক্তব্য শুনতে চায় নাগরিকত্ব আইন নিয়ে। তার জন্য কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি এস এস বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে আজকেইও মামলার শুনানি শুরু হয়। ১৪৪টি মামলার মধ্যে বেশিরভাগই ছিল আইন প্রত্যাহার দাবিতে। আপাতত সেই আবেদন গ্রাহ্য করলো না দেশের শীর্ষ আদালত। বরং পিটিশনের প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিশ দিয়ে বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট।
একইসঙ্গে জানিয়ে দেওয়া হল দেশের কোন হাইকোর্টের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মামলা নিতে পারবে না।
মামলার শুনানির সময় সিএএ বিরোধী শিবিরের আইনজীবী কপিল সিব্বল আবেদন করেন আপাতত সিএএ ও এনপিআর কার্যকর করার ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয় এখনই আইন কার্যকরের কোন স্থগিতাদেশ নয়। কেন্দ্রের বক্তব্য না শুনে স্থগিতাদেশ নয় বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকারকে বক্তব্য জানানোর জন্য সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ। তারপর শুরু হবে শুনানি।