সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ ফেব্রুয়ারি: কৃষ্ণ নামে শ্যাম মহোৎসব মাতিয়ে দিল বিদেশী সন্ন্যাসীরা।বাকুঁড়া শহরের কুচকুচিয়ায় শ্রীশ্যাম মন্দিরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে দুদিনের বাৎসরিক শ্যাম মহোৎসব। আজ সারাদিন ধরে চলছে ভজন, পূজন, হবনযজ্ঞ। উৎসব উপলক্ষে মায়াপুরের ইসকন মন্দিরের এক দল বিদেশী সন্ন্যাসী ও সন্ন্যাসিনী হাজির হয়েছেন। দুদিন ধরেই তারা হরেকৃষ্ণ নামে মাতোয়ারা। কৃষ্ণ নামে বিভোর হয়ে তারা সারা মন্দির চত্বর নেচে নেচে ঘুরছেন। তাদের এই নাচ দেখে স্হানীয় মানুষ ও আগত ভক্তরাও যোগ দিয়েছেন।

মহোৎসব উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমা করে। বিদেশী সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা এই শোভাযাত্রায় অংশ নেন এবং সারা রাস্তা তারা কৃষ্ণ নামে নাচতে থাকেন।বিদেশীদের হিন্দু ধর্মের প্রতি এই শ্রদ্ধা দেখে শহরবাসীও মোহিত।

মহোৎসবের আয়োজক শ্রী শ্যাম সেবা সমিতির উপদেষ্টা দুর্গা প্রসাদ পোদ্দার জানান, দুদিনের এই বাৎসরিক অনুষ্ঠানে আগ্ৰহ প্রকাশ করে ইসকনের বিদেশী ভক্তরাও হাজির হয়েছেন। দুদিন ধরেই চলছে পূজার্চ্চনা। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে।


