BJP, majority, Rajya Sabha, ক্রস ভোটিং-এ বাজিমাত! অতিরিক্ত ২টি আসন পেয়ে সমীকরণ বদলে রাজ্যসভাতেও সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি জোট

আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: এপ্রিল মাসে রাজ্যসভায় ৫৬টি আসনে সংসদের মেয়াদ শেষ হবার কথা। ফলে সেই আসনগুলিতে ২৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলো। তবে মাত্র তিন রাজ্যে নির্বাচন হয়েছে, বাকি রাজ্যের আসনগুলিতে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। আর গতকালকের ভোটাভুটিতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে বিজেপি। হিমাচল এবং উত্তরপ্রদেশে বিরোধীদের থেকে দুটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি।

হিসেব অনুযায়ী হিমাচল প্রদেশে বিজেপির রাজ্যসভার প্রার্থী জেতার কোনো সম্ভাবনাই ছিল না। তবে কংগ্রেসকে হতবাক করে দিয়ে সেই রাজ্যের একটি আসন ছিনিয়ে নিয়েছে পদ্ম শিবির। আর এরপরে এবার সেই রাজ্যে কংগ্রেস সরকারের গদি টলমল করতে শুরু করেছে। অন্যদিকে উত্তরপ্রদেশের দশটি আসনের মধ্যে বিজেপির সাতটি আসনে জয় নিশ্চিত ছিল, বাকি তিনটে আসনে সমাজবাদী পার্টির প্রার্থী জয়ী হওয়ার কথা ছিল। কিন্তু সেই হিসেবও গোলমাল হয়ে যায়। সেখানেও দশটির মধ্যে আটটি আসন জিতে নেয় বিজেপি। মাত্র দুটি আসনে জয়ী হয় সমাজবাদী পার্টির প্রার্থীরা। এখানেও ক্রস ভোটিং হয়েছে।

তবে কর্ণাটকে জেডিএস প্রার্থীকে সমর্থন করেছিল বিজেপি, সেখানে ক্রস ভোটিং হয়নি। সেই রাজ্যের যে চারটি আসনে ভোট হয়, তার মধ্যে তিনটিতে কংগ্রেস, একটিতে বিজেপি জেতে। সব মিলিয়ে এপ্রিলে রাজ্যসভার যে ৫৬টি আসনে নতুন করে সাংসদরা শপথ গ্রহণ করবেন তার মধ্যে ৩০টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কুড়িটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির প্রার্থীরা। আর দশটি আসনে লড়ে জয়ী হয়েছে তারা।

এর ফলে এবার রাজ্যসভার সমীকরণেও বড়সড় বদল আসবে। এখন বিজেপির মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৭- এ। অন্যদিকে শরিক দলগুলোর সদস্য মিলিয়ে পদ্ম শিবিরের কাছে এখন ১১৭ জন সাংসদ রাজ্যসভায়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে আর মাত্র চারটি আসন পেছনে। এপ্রিলে ৫৬ জন সংসদ শপথ নিলে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হবে ২৩৯। সে ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হবে ১২০টি আসন। বিজেপি সেই সংখ্যায় পৌঁছে গেল। বর্তমানে রাজ্য সভায় বিজেপির ৯৭ জন সাংসদ আছে, এর মধ্যে পাঁচ জন মনোনীত সদস্য। যারা পরে বিজেপিতে যোগ দিয়েছেন।

এদিকে রাজ্য সভায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা কংগ্রেসের। সদস্য সংখ্যা ২৭। তৃতীয় স্থানে তৃণমূল। রাজ্যসভায় তাদের সাংসদ ১৩। এছাড়া ডিএমকে এবং আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সংখ্যা ১০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *