Manas Gumta, Doctor, “এই ক্রোধকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না”, হাইকোর্টের রায়ে তোপ চিকিৎসক-নেতার

আমাদের ভারত, ১৫ অক্টোবর: “এই যে ভয়ঙ্কর ক্রোধ, এই ক্রোধকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। তার কারণ একটাই, কারণ, মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবেই এই ক্রোধকে প্রকাশ করতে চেয়েছে।”

মঙ্গলবার হাইকোর্ট দ্রোহ কার্নিভ্যালের অনুমতি দেওয়ার পর এই মন্তব্য করেন চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা। তিনি বলেন, “এখানে যারা কার্নিভাল করছে, তারা কিন্তু আনন্দ-উৎসব করার জন্য করছে না। তারা কেউ লাঠি-সোঁটা নিয়ে ওই কার্নিভালে কিন্তু অংশগ্রহণ করবে না। এই প্রশাসন কিন্তু নির্বিকার।

আমরা এখনও বলছি, এই প্রশাসনের মানবিক মুখ কিন্তু দেখা যাচ্ছে না। এখানে যারা বসে আছে, তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের ভালোর জন্যই চাইছে। তাদের একমাত্র এবং অন্যতম দাবি হচ্ছে, অভয়ার ন্যায় বিচার। অতীতেও চেষ্টা করেছিলেন, আইন দিয়ে বেঁধে রাখবেন। পারেননি। ওখানেও যেমন কার্নিভাল করার অধিকার আছে, এখানেও কিন্তু মানুষের সেই অধিকার আছে। সেই অধিকার আমরা বুঝে নেব। আমাদের প্রতিবাদ করাটা অধিকারের মধ্যে পড়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *