আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল: মিষ্টির দোকান খোলার সময় পরিবর্তনের দাবি জানালেন ব্যবসায়ীরা। বর্তমানে যে সময় বেধে দেওয়া হয়ে সেই সময়ে খদ্দের না আসায় অবিক্রিত অবস্থায় পড়ে থাকছে নানান মিষ্টি। তাই সরকারের কাছে মিষ্টির দোকান খোলার সময় পরিবর্তনের দাবি উত্তর দিনাজপুর জেলার মিষ্টান্ন ব্যাবসায়ীদের। নইলে দোকান বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা।
লক ডাউনের সময় মিষ্টির দোকান খোলার জন্য রাজ্য সরকার থেকে বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। এইসময় চৈত্র মাসের দুপুরে এমনিতেই মানুষ ঘর থেকে বের হতে হতে চান না, তারমধ্যে সারা রাজ্য তথা দেশজুড়ে চলছে লকডাউন চলছে। ফলে বেলা ১২ টাতে মিষ্টির দোকান খুললেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছেনা। ফলে নানান ধরনের মিষ্টি দোকানের শোকেসেই পড়ে থাকছে। দুদিন বাদেই নষ্ট হয়ে যাচ্ছে সেই মিষ্টি। কাঁচামাল কেনা থেকে শুরু করে কারিগরের মজুরি, ইলেক্ট্রিক বিল দিতে খরচ হচ্ছে হাজার হাজার টাকা। কিন্তু খদ্দের না আসায় দোকানেই পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে মিষ্টি। ফলে চরম ক্ষতির মুখে পড়ছেন জেলার মিষ্টান্ন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের রাজ্যের সরকারের কাছে দাবি বেলা ১২ টা থেকে বিকেল ৪ টের পরিবর্তে সকাল ৮ টা থেকে দুপুর ২টো নয়তো বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মিষ্টির দোকান খোলার অনুমতি দেওয়া হোক। সরকার যদি মিষ্টির দোকান খোলার সময়ের পরিবর্তন না করে আর যদি এভাবেই চলতে থাকে তাহলে লোকসানের বোঝা তারা বেশিদিন বইতে পারবেন না। বাধ্য হবেন মিষ্টির দোকানের ঝাঁপ বন্ধ করে দিতে।