আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি :
এক ব্যবসায়ীর গলায় ছুরি চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক ফুচকা বিক্রেতার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।
ভগবানপুর থানার বাড় ভগবানপুর বাস স্ট্যান্ডের কাছে অন্যের দোকানের সামনে অস্থায়ী ঠেলায় ফুচকা বিক্রি করতেন স্বপন দাস নামে জনৈক ফুচকা বিক্রেতা। অস্থায়ী ঠেলার পরিবর্তে স্থায়ী দোকান বসাতে গেলে প্রতিবাদ করেন বাড় ভগবানপুর বাজার কমিটির সম্পাদক ব্যবসায়ী বানেশ্বর দাশ। এই নিয়ে দুজনের কথা কাটাকাটি চলার সময় হঠাৎ করেই গলা লক্ষ্য করে ছুরি চালিয়ে দেন ওই ফুচকা বিক্রেতা। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও রকমে বেঁচে যান বানেশ্বর দাশ। তার থুতনি কেটে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ভগবানপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। আর অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে গণধোলাই দিয়ে ভগবানপুর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।