আমাদের ভারত, মালদা, ২৬ ডিসেম্বর: ব্যবসা করে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হলেন এক কাপড় ব্যবসায়ী। বুধবার রাতে মালদার চাঁচোল থানার গালিমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত ব্যবসায়ী হামিদুল হক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে চাঁচোল থানার পুলিশ।
আহত ব্যবসায়ীর আত্মীয় আজিজুল হক জানান, কাল রাতে হামিদুল হক কাপড় বিক্রি করে বাড়ি ফিরছিল। পথে কিছু ছিনতাইবাজ তাঁর পথ আটকায়। টাকা পয়সা লুটপাট করার চেষ্টা করে। তিনি বাধা দিতে গেলে তার মাথায় জোরে আঘাত করে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। এই সুযোগে ছিনতাই বাজরা টাকা-পয়সার লুট করে সেখান থেকে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে গ্রামবাসীরা প্রথমে চাঁচোল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুতর থাকায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে নেমেছে চাঁচোল থানার পুলিশ।