ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বিজনেস সামিট ২০২৩ হয়ে গেল খড়্গপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (PMDCCI) দ্বারা আয়োজিত বিজনেস সামিট ২০২৩ সম্প্রতি হয়ে গেল খড়্গপুরে। এই সামিটের উদ্বোধন করেন সুমন সৌরভ মোহান্তি আইএএস এডিএম এলএন্ডআর পশ্চিম মেদিনীপুর। তিনি জেলার সাম্প্রতিক উন্নয়নের কথা তুলে ধরেন এবং সকল স্টকহোল্ডারকে এক প্ল্যাটফর্মে আনার জন্য চেম্বার অব কমার্সের প্রশংসা করেন। সম্প্রতি জেলায় শুরু হওয়া একক উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমের কথা তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি শিল্প ও ব্যবসায়ীদের কোনো অসুবিধার সম্মুখীন হলে তার কার্যালয়ে যোগাযোগ করতে স্বাগত জানান। শৌভিক বন্দ্যোপাধ্যায়, এডিএম (সংখ্যালঘু) পশ্চিম মেদিনীপুর কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্য চাষ এবং উদ্যানপালনের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। দর্শকদের মনে যে কোনো সন্দেহ দূর করতে তার কর্মকর্তাদের দল এই অনুষ্ঠানে উপস্থিত ছিল।

শীর্ষ সম্মেলনের সময় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান অভিষেক কুমার যাদবের পরিচালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেলিস্টরা কৃষি, পোল্ট্রি এবং খাদ্য প্রক্রিয়াকরণে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সদস্যদের এই খাতে বিনিয়োগ করতে এবং এর সুবিধাগুলি গ্রহণ করার আহ্বান জানান। চন্দন বোস, সাধারণ সম্পাদক, পিএমডিসিসিআই তাঁর স্বাগত বক্তব্যে প্রশাসন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ব্যবধান দূর করতে চেম্বারের ভূমিকা তুলে ধরেন। বিভিন্ন শিল্প থেকে ২০০ টিরও বেশি প্রতিনিধি এতে অংশ নিয়ে অনুষ্ঠানটি একটি দুর্দান্ত সাফল্য ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *