আশিস মণ্ডল, রামপুরহাট, ১১ আগস্ট: কোনো সরকারি দেওয়াল কিংবা রাস্তা দখল করে পসরা সাজিয়ে আর ব্যবসা করা যাবে না। স্থায়ী কিংবা অস্থায়ী ফুটপাতে সমস্ত ব্যবসা বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে মহকুমা প্রশাসন। এই বিজ্ঞপ্তিকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন ফুটপাত ব্যবসায়ীরা।
মাসখানেক আগে রামপুরহাট শহরের ফুটপাত ব্যবসায়ীদের স্থায়ী কাঠামো ভেঙ্গে ফেলা হয়। ফুটপাত ব্যবসায়ীদের দাবি, বিধায়ক, চেয়ারম্যান এমনকি মহকুমা শাসক প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্থায়ীভাবে ছাতা নিয়ে ফুটপাতে ব্যবসা করা যাবে। কিন্তু রবিবার রামপুরহাট মহকুমা শাসকের দেওয়ালে কিছু ছবি সহ বোর্ড লাগানো হয়েছে। তাতে পরিস্কার লেখা হয়েছে হকার বসবে না। এমনকি ওই বোর্ডে ছবি দিয়ে বোঝানো হয়েছে ঠেলা গাড়ি কিংবা ছাতা নিয়েও ফুটপাতে ব্যবসা করা যাবে না, এতেই ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা।
ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী যৌথ মঞ্চের পক্ষে শাহাজাদা হোসেন কিনু বলেন, “আমরা ফুটপাত ব্যবসায়ীরা মনে করছি বিধায়ক, পৌরপিতা ও মহকুমা শাসক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তাঁরা প্রতিশ্রুতি দিয়ে আমাদের দোকান উচ্ছেদ করল। দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল। এক মাসের মধ্যে আমাদের বিকল্প ব্যবস্থার করার কথা দিয়েও একমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হলো না। আর এখন বোর্ড ঝুলিয়ে আমাদের পুরপুরি উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে। তবে আমরা প্রশাসনের বোর্ড লাগানো সত্বেও দোকান বসাব। তাতে পুলিশ প্রশাসন আমাদের জেলে ভরলে জেলে ঢুকতেও রাজি আছি”। যদিও এনিয়ে প্রশাসনের কেউ মুখ খুলতে চায়নি।