অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ ডিসেম্বর: সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। দিনের আলো ফুটতেই আস্ত একটা যাত্রীবাহি বাস চুরি। তবে শেষ রক্ষা হল না।
সৌরভ নামে একটা বেসরকারি সংস্থার বাস ঝাড়গ্রামের রগড়াতে রেখে চালক ও খালাসি চা খেতে নামলে খালি বাস নিয়ে চম্পট দেয় হাওড়ার এক যুবক। রাস্তায় এক জায়গায় দুর্বল সেতুর কথা জানা না থাকায় বিপত্তি সেখানে। গাড়ির গতি বেশী থাকায় প্রবল জোরে ব্রেক কষে। ফলে সামনের টায়ারে আগুন ধরে যায়। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায় বাস। ধরা পড়ে যায় চোর। এলাকার মানুষ তাকে বেঁধে চড় থাপ্পর মাড়লে সে হাওড়া থেকে এসেছে বলে জানায়। প্রায় সাথে সাথেই পুলিশ এসে যাওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দওয়া হয়েছে। নিয়ন্ত্রন হারানোয় সামনের কাঁচ ভেঙ্গে যায় ও বাসের চাকায় আগুন লেগে যায়। দিনের আলোয় আস্ত বাস চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।