কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর: ক্ষীরপাইতে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাস টার্মিনাস তৈরি হওয়ার। সেই দাবি পূরণ হল। আজ ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাসের উদ্বোধন করলেন। এই টার্মিনাস তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৯৮লাখ টাকা। তিন একরের বেশি জায়গার ওপর তৈরি এই টার্মিনাস থেকে আপাতত ১৬টি বাস যাওয়া আসা করবে। ধর্মতলা, মেদিনীপুর, বর্ধমান, হলদিয়া, বহরমপুর, মালদা সহ বিভিন্ন রুটে বাস চলাচল করবে। পরবর্তীকালে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চন্দ্রকোনা ডিভিশনের আধিকারিক তথা ডিভিশনাল ম্যানেজার সুভাষ চ্যাটার্জি বলেন।
চন্দ্রকোনার এমএলএ ছায়া দোলুই বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বাস টার্মিনাস তৈরি করার, মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই দাবি আজ পূরণ। অনুষ্ঠানে ছিলেন চন্দ্রকোনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্য দোলুই, ক্ষীরপাই পুরসভার প্রশাসক দুর্গা শঙ্কর পান, কাউন্সিলর সুজয় পাত্র সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আধিকারিকরা।