আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ জানুয়ারি: বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। দ্রুত গতিতে থাকা যাত্রীবাহী বাসটির ধাক্কায় বাইক আরোহী ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার ননীবালা বয়েজ স্কুলের মোড়ে। ঘটনার জেরে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙ্গচুর চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া থেকে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করার সময় একটি বেসরকারি বাস ঝাড়গ্রাম ঢোকার মুখে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা আহত বাইক আরোহীকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তার নাম তীর্থঙ্কর মাহালা (২৪)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। বাসটিকে ঝাড়গ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উড়ালপুল হওয়ার পর ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরগামী সমস্ত যানবাহন এই এলাকার সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করছে এবং দ্রুতগতিতে যাওয়ার ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে রাস্তার মোড় গুলিতে।