Bus owners, Modi, ডিজেলের উপর জিএসটি লাগু করতে ফের মোদীকে আর্জি বাস মালিক সংগঠনের

আমাদের ভারত, ১৬ আগস্ট: ডিজেলের উপর পণ্য ও পরিষেবা কর জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) বসাতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি করলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন ব্যানার্জি।

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে দেশের মানুষের স্বার্থে জিএসটি বর্তমানে যা আছে তার থেকে কমানোর জন্য আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি বিষয়টি জিএসটি কাউন্সিলের মতামতের ওপর ছেড়ে দিয়েছেন। এটিকে স্বাগত জানিয়ে তপনবাবু লিখেছেন, “এতে গোটা দেশের মানুষ উপকৃত হবেন।”

তপনবাবু শনিবার প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে লিখেছেন, যে দিন থেকে দেশে জিএসটি লাগু হয়েছে, তারপর থেকে ধারাবাহিকভাবে আমরা, বাসমালিকরা ডিজেলের উপর জিএসটি বসানোর দাবি করে আসছি।রসগোল্লার উপর যদি জিএসটি বসতে পারে, তাহলে কেন ডিজেলের উপর জিএসটি বসবে না? যে কোনও জিনিসের উপর জিএসটি কমানোর আগে ডিজেলের উপর জিএসটি বসালে সব জিনিসের দাম এমনিই কমে যাবে।

কেন্দ্রীয় ও রাজ্য সরকার ডিজেলের উপর থেকে সেস ও অন্য কর যেভাবে আদায় করে, সেটা খবর নিলে জানতে পারবেন। দেশের কৃষক থেকে সমগ্র পরিবহনের জন্য ডিজেলের প্রয়োজন। এর আগেও আপনাকে এই বিষয়ে চিঠি দিয়েছি। ফের এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি। ডিজেলের দাম যখনই কমবে, সব জিনিসের দাম এমনিতেই কমে যাবে। আমাদের এই দাবি কেন্দ্রীয় সরকার বিবেচনা করলে পরিবহণ শিল্প একটু সুরাহা পাবে।”

ডিজেলের ওপর জিএসটি বসালে কীভাবে দাম কমবে? এই প্রশ্নের উত্তরে তপনবাবু বলেন, “অন্য সেস ও কর থাকবে না কেবল জিএসটি থাকবে। তাহলে ডিজেলের দাম কমে যাবে। যে ভাবে অন্য পন্যের উপর থেকে সব কর তুলে দিয়ে কেবল জিএসটি বসেছে ঠিক সেই ভাবে। রাজস্ব কমে যাবে ভেবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একত্রিত ভাবে এটা চাইছে না।

ডিজেল থেকে কেন্দ্র ও রাজ্য— দুই সরকারই আয় করে। ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ হয়েছিল। সেই সময় লিটার প্রতি ২/ টাকা করে গাল্ফ ট্যাক্স বসানো হয় ডিজেলের ওপর। আজও সেই কর আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *