আমাদের ভারত, দিঘা, ২৭ ডিসেম্বর : শনিবার মধ্যরাতে দিঘা থানার কাছে দাঁড়িয়ে থাকা ছোট বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সৈকত শহরে। দিঘা থানার কাছে দাঁড়িয়ে থাকা ছোট বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
শনিবার রাত প্রায় ২টো নাগাদ দিঘা থানার কাছে দাঁড়িয়ে থাকা একটি ছোট ট্রাভেরা বাসে হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয় মানুষজন আগুন দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ থেকে খবর পেয়ে রামনগর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। ২৬ সিটের ট্রাভেরা গাড়িটির মালিকের খোঁজে পুলিশ তদন্তে নেমেছে।

দিঘা থানা সূত্রে জানাগেছে, উত্তর ২৪ পরগনার বিরাটি ও বাগুইআটি এলাকা থেকে কিছু পর্যটক এই ছোট বাসটিতে করে দিঘায় এসেছিলেন। বাসটি থানার সামনে রেখে ড্রাইভার সহ পর্যটকরা হোটেলে চলে যায়। পরে মধ্যরাতে গাড়িটিতে আগুন লেগে যায়। সর্টসার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিকভাবে ধারণা। গাড়িটির পর্যটক এবং মালিকের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

