আগামীকাল নিট পরীক্ষার্থীদের জন্য সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: আগামীকাল দেশ জুড়ে নিট পরীক্ষা। এই নিট পরীক্ষার্থীদের জন্য বিনাভাড়ায় সরকারি বাসে যাতয়াতের ব্যবস্থা করল দক্ষিণবঙ্গ পরিবহন নিগম।

পূর্ব মেদিনীপুর জেলার দুই প্রান্তের দুই ডিপো দিঘা ও হলদিয়া থেকে পরীক্ষার্থীদের জন্য ১১টি করে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। একথা জানিয়েছেন দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের ডিরেক্টর সুকুমার দাস।
তমলুকে আজ সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি জানিয়েছেন তিনি। সুকুমার দাস আরো জানিয়েছেন, দিঘা থেকে কলকাতা হয়ে ১১টি রুটে এবং হলদিয়া থেকে কলকাতা রুটে ১১টি বাস চলবে। দিঘা থেকে প্রথম বাসটি ৪টে ২০ মিনিটে ছাড়বে গড়িয়া পর্যন্ত। এরপর প্রতি ৩০ মিনিট থেকে ৪০ মিনিট অন্তর ১১:৩০ পর্যন্ত বাস থাকবে।

হলদিয়া থেকে কলকাতা গামী প্রথম বাসটি ৫টায় ছাড়বে। শেষ বাসটি ছাড়বে ১১টা ৩০ মিনিটে। এগুলোর মধ্যে একটি বাস ৬টায় হলদিয়া ছেড়ে তমলুক হয়ে যাবে। এছাড়া ৭টা ৩০ এ একটি বাস তমলুক থেকে কলকাতা যাবে। প্রতিটি বাসেই নিট পরীক্ষার্থীরা এডমিট কার্ড দেখালেই বিনামূল্যে যাতায়াত করতে পারবে। তবে সঙ্গে থাকা অভিবাবকদের ভাড়া দিতে হবে। একসঙ্গে প্রচুর পরীক্ষার্থী এই করোনা আবহের মধ্যে পরীক্ষা দিতে যাবে বলে সরকারের তরফ থেকে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

সুকুমার দাস আরও জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের দুটো ছাড়াও দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের আরো ১৪ টি ডিপো থেকে কলকাতা ও বিভিন্ন রুটে বাসের ব্যবস্থা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *