আমাদের ভারত, হুগলী, ২৪ আগস্ট: চুঁচুড়া বাস স্ট্যান্ডে বাসের মধ্যেই শেখ মহরম নামে এক বাস চালকের রহস্য মৃত্যু হয়। বাসের ভিতরে বসা অবস্থায় গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হয় তার দেহ। শরীরে ও মাথায় রক্তের দাগ দেখা যাওয়ায় পরিবারের সন্দেহ তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে চুঁচুড়া থানার পুলিশ।
মহরমের অত্মীয়দের মতে মাঝেমধ্যেই নেশাভান করত মহরম। গত পরশু শেষ বার বাড়িতে আসে সে। জামা কাপড় বদলে আবার বেড়িয়ে যায়। তারপর থেকে তার সাথে কোনও যোগাযোগ হয়নি পরিবারের। আজ সকালে বাসের মধ্যে দেহ দেখতে পান বাসেরই অন্য কর্মীরা। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। বাস চালক মহরমকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কারোর সাথে শত্রুতার জেরে বা মদ্যপ অবস্থায় কথা কাটাকাটির করাণে খুন হয়ে থাকতে পারে বলেও মত তাদের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।