পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল নয়নজুলিতে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আঁধারনয়নের মল্লিকপাড়া এলাকায়।
জানা গিয়েছে, সোমবার ঘাটাল থেকে আমলাশুলিগামী একটি যাত্রীবাহী আঁধারনয়নের মল্লিকপাড়া এলাকায় চন্দ্রকোনারোড-ঘাটাল রাজ্য সড়কে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। তবে চালকের তৎপরতায় সামান্য আঘাত পায় বেশ কয়েকজন যাত্রী। এরপর স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় যাত্রীদের।