অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো যাত্রীবাহি বাস। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কাশিয়াতে। এদিন গোপীবল্লভপুর থেকে খড়িকামাথানি যাওয়ার পথে ৯ নম্বর রাজ্য সড়কে পরশমনি নামে একটি বেসরকারি সংস্থার বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসে থাকা যাত্রীরা গুরুতর জখম হয়। আহতদের গুরুতর জখম অবস্থায় নয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।