আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ১৪ ফেব্রুয়ারি: ভাতারের নতুন গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাস। অত্যন্ত দ্রুত গতি থাকার জন্য ডিভিসির খাল টপকে গিয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন বাসযাত্রী। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।
মঙ্গলবার রাতে কলকাতা-কান্দি-বহরমপুর রুটের দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি বাসটি কান্দির দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ৯ টা ৪৫ নাগাদ বাদশাহী রোড দিয়ে যাওয়ার সময়ে নতুনগ্রাম ডিভিসির সেচ খালের উপর নির্মিত একটি সেতুর কাছে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে। বাসটি খাল পেরিয়ে উল্টে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ আসার আগে পর্যন্ত স্থানীয়রাই উদ্ধারে হাত লাগায়। খানিকক্ষণের মধ্যে সেখানে পৌঁছোয় ভাতাড় থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে গুরুতর আহত যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন অনেকে।
বেপরোয়া গতির জন্যই বাসটি খাল পেরিয়ে উল্টে যায় বলে বলে মত যাত্রীদের একাংশের। তবে বাসটি সেচখালের জলে না পড়ে টপকে যাওয়ার ফলেই যাত্রীরা বড়সড় বিপদ থেকে বেঁচে যান। আহতদের মধ্যে ২৪ জন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে দেখা হচ্ছে। আচমকা চালক ঘুমিয়ে পড়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান।