পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭
মে: ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কে শালবনী থেকে কলকাতাগামী একটি বাস দ্রুত বেগে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ উল্টে যায় ঘাটালের তিন নম্বর চাথালে। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৪০ জন জখম হয়েছেন, তার মধ্যে একজন শিশু গুরুতর জখম হয়েছে বলে জানাগেছে।
স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা ব্যক্তিদেরকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। বাসে ৫০-৬০জন যাত্রী ছিলেন বলে খবর।