জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ অক্টোবর: মেদিনীপুর শহরের পুলিশ লাইন সংলগ্ন নেপালি পাড়ায় একটি আবাসনের বাথরুম থেকে এক অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মধ্যে পরিবারের সদস্যদের উপস্থিতিতে কি ভাবে ওই বৃদ্ধ বাথরুমে গিয়ে গায়ে আগুন দিলেন তা নিয়ে ধন্দে এলাকার মানুষ। ঘটনাটি প্রকৃত কী ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম বিজলী দে। বয়স ৭২। পরিবারে দুই পুত্র, পুত্রবধূদের নিয়ে সংসার। অন্য এক পুত্র শহরেই অন্যত্র থাকেন।সোমবার বেলা ১২টা নাগাদ বাড়ির পরিচারিকা ওই বৃদ্ধাকে বাথরুমের মধ্যে জ্বলতে দেখেন। ওই সময় বাড়িতে পুরুষ কেউ ছিল না। বাড়ির বড় পুত্রবধূ করোনা আক্রান্ত হওয়ায় আয়ুস হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার তাঁর রিপোর্ট নেগেটিভ হওয়ার পর তাঁকে আনতে বড় ছেলেও সেখানেই গেছিলেন। অন্যদিকে বাড়ির ছোট ছেলে পেশাগত কারণে সেই সময় বাড়ির বাইরে ছিলেন। পরিচারিকার কাছ থেকে খবর পেয়েই বাড়ির মহিলা সদস্যরা ছোট ছেলেকে ফোন করে খবর দেয়। ছোট ছেলে খবর পেয়ে বাড়িতে এসে এই দৃশ্য দেখার পর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।